পার্বত্য চট্টগ্রামে খুন হচ্ছেন চাকমারা, প্রতিবাদ ভারতের মাটিতে, চিঠি গেল মোদীর কাছে

পার্বত্য চট্টগ্রামে আদিবাসীদের ওপর হামলার প্রতিবাদে রাস্তায় নামলেন ভারতীয়রা। আন্দোলনকারী চাকমা সংগঠনগুলির অভিযোগ, বাংলাদেশে অন্তত পক্ষে ৯ জন আদিবাসীকে হত্যা করা হয়েছে। ‘বেআইনি দখলদার’রা (বাংলাদেশি সংখ্যাগুরু) এই হামলার নেপথ্যে রয়েছে। 

বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় সাম্প্রদায়িক এবং জাতিগত হিংসা চরমে উঠেছে বিগত কয়েকদিনে। সেখানে আদিবাসী চামাদের ওপর হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ। এর জেরে আদিবাসীরা নিজেদের বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছেন। এই আবহে চাকমাদের ওপর অত্যাচারের প্রতিবাদে মিজোরামের পথে নামল ১৩টি চাকমা সংগঠন। এছাড়াও বাংলাদেশে আদিবাসীদের ওপর হামলার প্রতিবাদ করেছেন মিজোরামের রাজনৈতিক দলগুলিও।  

জাতিগত ভাবে পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী আদিবাসী চাকমাদের সঙ্গে যোগ রয়েছে ভারতের উত্তরপূর্বের অনেক জাতির। এই আবহে প্রতিবেশী দেশে স্বজাতির মানুষদের ওপর এই হামলার বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠেছেন তাঁরা। বাংলাদেশে চাকমা আদিবাশীদের ওপর হামলা আটকাতে ভারত সরকারের হস্তক্ষেপ চাইছেন মিজোরামের চাকমারা। তাই রবিবার আইজলে বিশাল মিছিল ও সমাবেশ হয়েছিল।

মিজোরামে আন্দোলনকারী চাকমা সংগঠনগুলির অভিযোগ, বাংলাদেশে অন্তত পক্ষে ৯ জন আদিবাসীকে হত্যা করা হয়েছে। ‘বেআইনি দখলদার’রা (বাংলাদেশি সংখ্যাগুরু) এই হামলার নেপথ্যে রয়েছে। এর জেরে হাজার হাজার আদিাসীদের এক কাপড়ে বাড়িঘর ত্যাগ করে পালাতে হয়েছে। বাংলাদেশি সেনাও সংখ্যাগুরু সম্প্রদায়ের হামলায় মদত দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।