images 32
SHARE

সুমন সাহা, আগরতলা : গত বছর ত্রিপুরা কংগ্রেস দলের সভাপতির পদ থেকে অপসারণের পর বীরজীৎ সিনহা কে কংগ্রেসের কোন Programme এ নিমন্ত্রন দেওয়া হয়নি । তিনি বেশ কয়েকবার বলেছিলেন যে ত্রিপুরায় যেভাবে কংগ্রেস দল চালানো হচ্ছে তাতে তিনি অসন্তুষ্ট। কারণ বিজেপির সঙ্গে সেটিং এর রাজনীতিতে যোগ আছে এক সময়ের বিজেপির মন্ত্রী সুদীপ রায় বর্মন গোষ্ঠী সহ বর্তমান সভাপতির।

1000000168

রাজ্যের মানুষের ধারনা বীরজীৎ সিনহা সভাপতি হলে রাজ্যের পিছিয়ে পরা মানুষের জন্য কথা বলবেন তিনি, কারন ত্রিপুরা সরকারকে তফসিলি জাতি, তফসিলি উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণী এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা সম্প্রদায় সহ 50 টি সম্প্রদায়ের জন্য উন্নয়ন পরিষদ গঠনের দাবি জানিয়েছেন বীরজীৎ সিনহা।

1000000316

বীরজীৎ সিনহা সভাপতি থাকাকালীন বিধানসভায় এক সময়ে কংগ্রেস বিধায়কদের সংখ্যা ছিল ১৯, আর বর্মন গোষ্ঠী থাকা অবস্থায় বিধানসভায় এক সময়ে কংগ্রেস বিধায়কদের সংখ্যা কমে গিয়ে দারায় ১০ এবং ১১ তাই সব দিক থেকে চিন্তা করে বীরজীৎত সিনহা কে,সভাপতি করার জন্য দবি জানাচ্ছেন দলের আদর্শবান কংগ্রেস কর্মীরা !

Aicc সূত্রের খবর কংগ্রেস সভাপতি হিসাবে নতুন করে আবার বীরজীৎ সিনহার নাম শীঘ্রই ঘোষণা হতে পারে দিল্লীর কংগ্রেস হেড অফিস থেকে এবং এআইসিসি নজরে যুব নেতৃত্ব রাও দায়িত্ব পেতে পারেন যারা দলের জন্য আদর্শবান যুব নেতা হিসাবে কংগ্রেসে থেকে কাজ করে গেছেন।


SHARE