বিজিবির হাতে গ্রেপ্তার ত্রিপুরার ৩ যুবক! অবশেষে ঘরে ফেরাল বিএসএফ

ত্রিপুরার তিন যুবককে আটক করেছিল বাংলাদেশ বর্ডার গার্ড। অবশেষে বৃহস্পতিবার বাড়ি ফিরেছেন তাঁরা। মধুপুর এলাকার বাসিন্দা তাঁরা। ত্রিপুরা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, কাঁটাতারের ওপারে তাঁদের জমি রয়েছে। সেখানেই তাঁরা কাজ করতে গিয়েছিলেন। রীতিমতো অনুমতি নিয়ে তাঁরা কাজ করতে গিয়েছিলেন। ছান্দিদ্বার আউট পোস্টের বিজিবি গত ৬ জানুয়ারি তাঁদেরকে আটক করেছিল। 

এরপর বিএসএএফ ও বিজিবির মধ্যে একটা ফ্ল্যাগ মিটিং হয়। বুধবার এই মিটিং হয়েছিল। তারপর তাদের তিনজনকেই মধুপুর পুলিশের হাতে তুলে দেওয়া হয়। 

এদিকে ১৯৭১ সালের ইন্দিরা-মুজিব চুক্তির মোতাবেক ইন্দো বাংলা বর্ডার চুক্তি স্বাক্ষর করা হয়েছিল বিএসএফ ও বিজিবির মধ্যে। ১৯৭৫ সালে এই চুক্তি স্বাক্ষর করা হয়েছিল। ভারত- বাংলাদেশ সীমান্ত চুক্তি অনুসারে ভারত কাঁটাতারের বেড়া দিয়েছিল। আর বাংলাদেশ বর্ডার পিলার বসিয়েছিল। এদিকে এর জেরে অনেক বাসিন্দারা জমি পড়ে গিয়েছে কাঁটাতারের বেড়ার ওপারে। এখনও পারমিশন নিয়ে সেখানে চাষ করতে যেতে হয়। দিনের নির্দিষ্ট সময়ে তাঁদের সেখানে যেতে হয়। 

সব মিলিয়ে ত্রিপুরায় ৮৫৬ কিমি আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। বাংলাদেশের সঙ্গে এই সীমান্ত রয়েছে। প্রায় অনেকটাই কাঁটাতারের বেডা় দিয়ে ঘেরা রয়েছে। কিন্তু কিছু অংশ এখনও কাঁটাতার বিহীন রয়েছে।