কলকাতা ও আগরতলার কূটনৈতিক কর্তাদের ডেকে পাঠাল ঢাকা, দাবি বাংলাদেশি সংবাদমাধ্যমে

কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের প্রধানকে ঢাকায় ডেকে পাঠিয়েছে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। আগরতলায় বাংলাদেশের সহকারী দূতাবাসের প্রধানকেও ডেকে পাঠানো হয়েছে। বাংলাদেশি সংবাদমাধ্যম ‘প্রথম আলো’র এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। ঘটনাচক্রে, কিছু দিন আগেই নিরাপত্তা বেষ্টনী এড়িয়ে ত্রিপুরায় বাংলাদেশের সহকারী দূতাবাসে প্রবেশ করেন কয়েক জন বিক্ষোভকারী। কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের সামনেও সম্প্রতি বিক্ষোভ হয়েছে। যদিও উপদূতাবাসের থেকে কিছুটা দূরেই বিক্ষোভকারীদের আটকে দেয় কলকাতা পুলিশ। ‘প্রথম আলো’ অনুসারে, বৃহস্পতিবারই ঢাকায় ফিরেছেন কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের প্রধান। ত্রিপুরায় সহকারী দূতাবাসের কর্তারও বৃহস্পতিতেই বাংলাদেশে ফেরার কথা।

বাংলাদেশের বিদেশ মন্ত্রক সূত্রের খবর, কলকাতা এবং আগরতলার পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহের জন্যই দুই কূটনৈতিক মিশনের কর্তাকে ডেকে পাঠানো হয়েছে। আগামী ৯ ডিসেম্বর ভারত-বাংলাদেশ বিদেশসচিব পর্যায়ের বৈঠক রয়েছে। তার আগে দুই কূটনৈতিক মিশনের প্রধানের থেকে রিপোর্ট নিতে চায় ইউনূস সরকারের বিদেশ মন্ত্রক।

গত সোমবার ত্রিপুরায় বাংলাদেশের সহকারী দূতাবাসে হামলার অভিযোগ ওঠে। ওই ঘটনায় ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। কর্তব্যে গাফিলতির অভিযোগে নিলম্বিত করা হয়েছে তিন পুলিশকর্মীকে। ক্লোজ় হয়েছেন এক ডেপুটি পুলিশ সুপার। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের সূত্র ‘প্রথম আলো’কে জানিয়েছে, মঙ্গলবারই দুই কূটনৈতিক মিশনের কর্তাকে দেশে ফিরে যেতে বলে ইউনূসের প্রশাসন। কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের ভারপ্রাপ্ত প্রধান শিকদার মহম্মদ আশরাফুর রহমান ঢাকায় ফিরে তদারকি সরকারের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গেও বৈঠক করেন। কলকাতার বর্তমান পরিস্থিতি নিয়ে বিদেশ উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে তাঁর।