কাউন্সিলর সুশান্তকে খুনের চেষ্টা: পুলিশের ভূমিকা নিয়ে মেয়রের সঙ্গে একমত নন তাঁর মেয়র পারিষদেরা

দক্ষিণ কলকাতার কসবায় নিজের বাড়ির সামনে আততায়ীদের আক্রমণ থেকে কোনওক্রমে বেঁচে গিয়েছেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। একদা মেয়র পারিষদ, বর্তমানে ১২ নম্বর বরো কমিটির চেয়ারম্যান সুশান্তকে খুনের চেষ্টার এই ঘটনায় উত্তাল দক্ষিণ কলকাতা জেলা তৃণমূলের অন্দরমহল।

শনিবার কলকাতা পুরসভাতেও তার আঁচ পড়েছে। ফিরহাদ হাকিম থেকে শুরু করে তাঁর মেয়র পারিষদদের মন্তব্যে বোঝা গিয়েছে, দলীয় কাউন্সিলররা একমত হতে পারছেন না।

সতীর্থের উপর হামলার চেষ্টার ঘটনায় কলকাতা পুলিশের গোয়েন্দাদের ব্যর্থতার দিকে আঙুল তুলেছেন মেয়র। অন্য দিকে, কলকাতা পুলিশের পাশে দাঁড়িয়েছেন মেয়র পারিষদ দেবাশিস কুমার।

সাংবাদিক বৈঠক করেন মেয়র। সেই সময় কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। ফিরহাদ বলেছেন, ‘‘দুষ্কৃতীদের আটকানো ফিরহাদ হাকিম, সুশান্ত ঘোষেদের কাজ নয়। এটা আটকানোর কথা পুলিশের। পুলিশকে পরিষ্কার করে বলছি, এ সব আটকান। আমি কোঅর্ডিনেটর হই বা কাউন্সিলর, আমার কাজ রাস্তায় জল জমছে কেন তা দেখা। কলে জল আছে কি না, তা দেখা।’’ তিনি আরও বলেন, ‘‘আমার বা সুশান্তের হাতে তো আইন নেই, অস্ত্র নেই। অপরাধী ধরার কৌশলও নেই। সে সব পুলিশের কাজ। পুলিশকে বলছি, গ্রেফতার করুন। কোনও অপরাধীকে ছাড়বেন না। অন্তঃরাজ্য অপরাধীদের ধরুন।