নয়া জীবন শুরু অনুরাগ কন্যার, কনের সাজে আলিয়াকে দেখে চোখে জল শেন-এর

প্রেমিক শেন গ্রেগোয়ারের সঙ্গে নতুন জীবনে পা রাখলেন তিনি। গত বছর বালিতে আলিয়াকে প্রেম প্রস্তাব দিয়েছিলেন শেন। মেহেন্দি থেকে গায়ে হলুদ নানা মুহূর্তের পর বিয়ের দিনের একে অন্যকে আলিঙ্গন করা মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এ দিন অনুরাগকে কাশ্যপকেও দেখা গেল একেবারে অন্য মুডে। বরযাত্রীকে নাচের তালে আহ্বান জানালেন পরিচালক।

ভিডিয়োতে, আলিয়া কাশ্যপকে ফুলের চাদোয়ার নীচে কনেবেশে বিয়ের মণ্ডপে প্রবেশ করতে দেখা যায়। একদিকে, হালকা গোলাপি লেহেঙ্গা পরিহিতা আলিয়া। অন্যদিকে, সোনালি রঙের শেরওয়ানি পরে শেন গ্রেগোয়ার। পাত্র বিয়ের মণ্ডপে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তাঁর শ্বশুরবাড়ির লোকজন অর্থাৎ অনুরাগ কাশ্যপ এবং তাঁর স্ত্রী আরতি বাজাজ তাঁকে স্বাগত জানান এবং সাদরে বরণ করে নেন।

একে একে সমস্ত অতিথিদের স্বাগত জানাতেও দেখা যায় তাঁকে। সুহানা খান, খুশি কাপুর, বৈদং রায়না এবং ইমতিয়াজ় আলি ছাড়াও হাই প্রোফাইল বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু তারকা। অনুরাগ কাশ্যপের পরিবারের সদস্যরা এবং সদ্য বিবাহিত দম্পতির ঘনিষ্ঠ বন্ধুদেরও দেখা গিয়েছে আনন্দে মেতে উঠতে।

টেনে বিয়ের মণ্ডপে এগিয়ে যেতেই আলিয়াকে বুকে আগলে নেন শেন। এই মুহূর্তের জন্য যে দীর্ঘ অপেক্ষা ছিল তাঁর, তা ফুটে ওঠে চোখে-মুখে। এ ছাড়াও তাঁদের আদুরে চুম্বনও নজর কাড়ে নেটাগরিকদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় বিয়ের একাধিক মুহূর্ত। নবদম্পতিকে আশীর্বাদে ভরিয়েছেন সকলেই।