ফিচার

তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডুতে পশুর চর্বি! অভিযোগ অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবুর

SHARE

তাঁরই রাজ্যের বিশ্বখ্যাত তিরুপতি বেঙ্কটেশ্বর মন্দিরের প্রসাদী লাড্ডুতে ‘বিশুদ্ধ’ ঘিয়ের সঙ্গে মেশানো হচ্ছে পশুর চর্বি! এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র প্রধান চন্দ্রবাবু নায়ডু!

বুধবার অমরাবতীতে অন্ধ্র বিধানসভা এনডিএ (বিজেপি এবং টিডিপির পাশাপাশি অভিনেতা পবন কল্যাণের দল জনসেনা পার্টি রয়েছে এই জোটে) বিধায়কদের বৈঠকে তিনি বলেন, ‘‘ওয়াইএসআর কংগ্রেস সরকারের আমলে তিরুপতির মন্দিরের প্রসাদী লাড্ডু নিম্ন মানের সামগ্রী দিয়ে বানানো হত। এমনকি, ঘিয়ের বদলে পশুর চর্বিও মেশানো হত!’’

তিরুপতি শহরের বেঙ্কটেশ্বর মন্দিরের প্রসাদ হিসাবে ব্যবহৃত হয় বিশেষ ‘শ্রীভরি লাড্ডু’। প্রতি দিন বিশ্বের নানা প্রান্তে ভক্তদের কাছে তা পাঠানোর ব্যবস্থাও করে থাকেন তিরুপতি মন্দিরের পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত ‘তিরুমালা তিরুপতি দেবস্থানম’ (টিটিডি) কর্তৃপক্ষ। গত জানুয়ারিতে অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন অনুষ্ঠানেও ‘বিশেষ প্রসাদ’ হিসাবে আনা হয়েছিল তিরুপতি মন্দিরের লাড্ডু।


SHARE

This website uses cookies.