Bangladesh cricket team's 'super fan' Tiger Roby was allegedly beaten up by some people during the India-Bangladesh second Test match
SHARE

খেলা দেখতে আসা বাংলাদেশের সমর্থক ‘টাইগার রবি’র উপর আক্রমণ। অভিযোগ, তাঁকে কয়েক জন দর্শক মেরেছেন। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে রবিকে। যদিও পুলিশ সেই অভিযোগ অস্বীকার করেছে।

কানপুরে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের সময় গ্রিন পার্ক স্টেডিয়াম চত্ত্বর সরগরম হয়ে ওঠে প্রতিবাদে। বাংলাদেশের রাজনৈতিক বিশৃঙ্খলার আঁচ পড়ে এদেশেও। তবে এরই মাঝে গ্রিন পার্ক স্টেডিয়ামে ঘটে যায় নিতান্ত অপ্রীতিকর ঘটনা, যে ছবি ভারতীয় ক্রিকেটে সচরাচর দেখা যায় না।

স্টেডিয়ামের বাইরেই নয়, বরং স্টেডিয়ামের ভিতরেই দুর্বৃত্তদের হাতে আক্রন্ত হলেন বাংলাদেশের সুপার ফ্যান টাইগার রবি। কিছু দর্শকদের হাতে মার খেতে হয়েছে তাঁকে, এমনটাই অভিযোগ। পেটে আঘাত লাগায় যন্ত্রণাকাতর দেখায় বাংলাদেশের সংশ্লিষ্ট সমর্থককে। তাঁকে তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরা।

হাসপাতালে যাওয়ার পথে তলপেটে আঘাত লেগেছে বলে জানান টাইগার রবি নিজেই। Sportstar-কে তিনি বলেন, ‘ওরা আমার পিঠে ও তলপেটে আঘাত করেছে। আমি ঠিকমতো শ্বাস নিতে পারছি না।’

সংবাদ সংস্থা পিটিআইয়ের তরফে বাংলাদেশের সংশ্লিষ্ট সমর্থকের আক্রান্ত হওয়ার পরের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। কোথায় চোট লেগেছে, রবি তা দেখান নিরাপত্তারক্ষীদের। ক্যাপশনে লেখা হয়, ‘কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট চলাকালীন বাংলাদেশ ক্রিকেট দলের সুপার ফ্যান টাইগার রবি কয়েকজনের হাতে আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। পুলিশকর্মীরা তাঁকে হাসপাতালে নিয়ে যান।’

যদিও পুলিশের তরফে রবি কাদের হাতে কীভাবে আক্রান্ত হয়েছেন, সেই বিষয়ে নির্দিষ্ট কিছু জানানো হয়নি। বলা হয় যে, ‘স্ট্যান্ড থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিলেন বাংলাদেশের ওই সমর্থক। তাঁকে যন্ত্রণাকাতর দেখায়। একটি চেয়ারে বসতে দেওয়া হলে পড়ে যান তিনি। আমারা জানি না কারও হাতে আক্রান্ত হয়েছেন কিনা। অ্যাম্বুলেন্স আসতে সময় লাগে। তাই স্টেডিয়ামের মেডিক্যাল সেন্টারে নিয়ে গিয়ে প্রাথমিক শুশ্রুষা করা হয়।’


SHARE