গুয়াহাটির পার্শ্ববর্তী সোনাপুরে বিপুল পরিমাণের সোনা-রূপার গয়না সহ গ্রেফতার চোরের গ্যাঙ

গুয়াহাটি মহানগরীর পার্শ্ববর্তী সোনাপুরে বিপুল পরিমাণের সোনা-রূপার গয়না সহ চোরের গ্যাঙকে গ্রেফতার করেছে পুলিশ। সোনাপুর থানার পুলিশ অভিযান চালিয়ে পুলিশ গ্যাঙের কুখ্যাত পাঁচ চোরকে গ্রফতার করেছে।

গ্রেফতারকৃত পাঁচ চোরকে যথাক্রমে নগাঁও জেলার ধিং থানার অন্তর্গত ১ নম্বর গায়নগাঁওয়ের আমিরুল ইসলাম (৪১), মরিগাঁও জেলার মৈরাবাড়ি থানাধীন হাতিমুরিয়া গ্রামের মুস্তাফিজুর রহমান (২৯), গুয়াহাটির পাঞ্জাবাড়ির চন্দন দাস (৪৪), নগাঁও জেলার শিয়ালমারি কুমারপুর গ্রামের মজিবুর রহমান (৫০) এবং নগাঁও জেলার অন্তৰ্গত ধিঙের মইনুল হক (২৪) বলে শনাক্ত করেছে পুলিশ।

রাজ্যের বিভিন্ন প্ৰান্তে সাম্প্রতিককালে চুরি কাৰ্যের সঙ্গে জড়িত এই চোরেদের হেফাজত থেকে বিপুল পরিমাণের সোনা ও রূপার গয়না পুলিশ উদ্ধার করেছে। এছাড়া সাতটি মোবাইল ফোনের হ্যান্ডসেট, নগদ টাকা এবং দুটি দামি চার চাকার গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।