আদৃতকে টেক্কা দিয়ে এগোলেন ‘রায়ান’ উদয়, সৌমিতৃষার অভাবে জনপ্রিয়তা ‘উচ্ছেবাবু’র?

একসময় দুজনে ছিলেন একই সিরিয়ালে সহ অভিনেতা। কিন্তু বর্তমানে দুজনে পরস্পরের প্রতিদ্বন্দ্বী। বাস্তবে যতই গভীর বন্ধুত্ব হোক না কেন, টিআরপির খেলায় ওঠাপড়া তো আছেই। আর সেই খেলাতেই আদৃত রায়কে (Adrit Roy) টেক্কা দিয়ে এগিয়ে গেলেন উদয় প্রতাপ সিং।

উদয়ের থেকে পিছিয়ে পড়ল আদৃতের (Adrit Roy) মেগা

দুজনেই বর্তমানে অভিনয় করছেন জি বাংলার দুটি ভিন্ন সিরিয়ালে। ‘পরিণীতা’ ধারাবাহিকের নায়কের ভূমিকায় রয়েছেন উদয়। অন্যদিকে ‘মিত্তির বাড়ি’ দিয়ে কামব্যাক করেছেন আদৃত (Adrit Roy)। একসময় ‘উচ্ছেবাবু’র ক্রেজে কার্যত পাগল ছিল মহিলা মহল। কিন্তু এবারের টিআরপিই বলে দিচ্ছে, রায়ানের কাছে কিছুটা হলেও ফিকে পড়েছে আইনজীবী ধ্রুব।

অনেকটাই কম মিত্তির বাড়ির টিআরপি: চলতি সপ্তাহের টিআরপি প্রকাশ্যে এসেছে বৃহস্পতিবার। আর সেখানেই বড় চমক। ফুলকি, জগদ্ধাত্রী সবাইকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে পরিণীতা। রায়ান পারুলের রসায়ন দুর্দান্ত নম্বর তুলেছে। সিরিয়ালের ঝুলিতে উঠেছে ৭.৮। অন্যদিকে প্রথম থেকেই বেশ পিছিয়ে রয়েছে মিত্তির বাড়ি। নায়িকা পারিজাতকে সৌমিতৃষার সঙ্গে তুলনা করার থেকে দুজনের রসায়ন যে এখনো দর্শকদের মনে ছাপ ফেলতে পারেনি, তা বোঝা যাচ্ছে সিরিয়ালের ৫.৬ টিআরপি থেকেই।

বাস্তবে ভালো বন্ধু দুজনে: প্রসঙ্গত, মিঠাইতে নায়ক সিডের (Adrit Roy) শ্যালকের ভূমিকায় অভিনয় করেছিলেন উদয়। সেখান থেকেই দুজনের মধ্যে বন্ধুত্বের সূত্রপাত। বাস্তবে খুবই ভালো বন্ধু দুজনে। কিন্তু পেশাগত ক্ষেত্রে পরস্পরের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন দুজনে। আর মিত্তির বাড়ি শুরু হওয়ার পর থেকেই পরিণীতার কাছে পিছিয়েই রয়েছে এই সিরিয়াল।