কাউকে জিজ্ঞাসা না করে বাংলাদেশের হিন্দুদের জন্য পথে নেমেছি: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে সোচ্চার হওয়ার ক্ষেত্রে নিজের দল বিজেপিকেই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার হাওড়ার রামরাজাতলায় এক সভা থেকে বোঝাতে চাইলেন, হিন্দুদের পাশে দাঁড়াতে নিজের দলেরও পরোয়া করেন না তিনি। একই সঙ্গে হিন্দুদের জনসংখ্যা বৃদ্ধিতে নিজেদের ভূমিকা পালন করতে বলেন তিনি।

এদিন শুভেন্দুবাবু বলেন, ‘সরসংঘচালক মোহন ভগবৎজি ২ টো কথা বলেছেন। তিনি বলেছেন, পৃথিবীর হিন্দু বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়ান। আমরা যদি প্রকৃত হিন্দু হই তাহলে তাদের পাশে দাঁড়াব। আমি তো প্রথম দিন থেকে কাউকে জিজ্ঞাসা না করে, কারও সঙ্গে আলোচনা না করে ডেপুটি হাইকমিশনার থেকে পেট্রাপোল বর্ডার, পেট্রাপোল বর্ডার থেকে বসিরহাটের বর্ডার পর্যন্ত আমি লড়েছি। আর আমার সঙ্গে হাজার হাজার যুবক – মহিলা হিন্দুরা সঙ্গ দিয়েছে। আমি কৃতার্থ, আমি কৃতজ্ঞ তাদের কাছে।’ 

একই সঙ্গে হিন্দু ঐক্যের ডাক দিয়ে শুভেন্দুবাবু বলেন, ‘আজকে সরসংঘচালক বলছেন, যে জনসংখ্যা নিয়ে আমাদের ভাবতে হবে। আমি এই সভা থেকে বলব, পাড়ায় পাড়ায় ধর্মরক্ষা কমিটি তৈরি করুন। হিন্দু জনসংখ্যা যাতে বাড়ে সেটা আপনাদের নিজেদের সংকল্প নিতে হবে। হিন্দু সম্প্রদায়ের মধ্যে ঐক্য গড়ে তুলুন। আপনার অর্থ হিন্দুকে দিন, হিন্দুর অর্থ আপনি নিন।’