ত্রিপুরা: বাংলাদেশি পাচারকারীদের হামলার মুখে BSF ! জওয়ানদের অস্ত্র কেড়ে নেওয়ারও চেষ্টা

: প্রকাশ্যে দিনের বেলা বিএসএফ ও বাংলাদেশের নাগরিকের মধ্যে হা*তাহাতি। বিএসএফের বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা এবং ধারালো দা দিয়ে বিএসএফের উপর আক্রমণ করার চেষ্টা করে তারা। ঘটনা কৈলাশহর মাগুরুলী গ্রাম পঞ্চায়েতে এলাকার আন্তর্জাতিক সীমান্তের ৪৭ নং পিলারের কাছে।

বাংলাদেশের পাচারকারীদের ধরতে গিয়ে, দিনে-দুপুরে হামলার মুখে BSF। মঙ্গলবার ত্রিপুরার উনকোটি জেলার মাগরুলি পঞ্চায়েত এলাকা দিয়ে, সীমান্ত পার করে বাংলাদেশের দিকে পালাচ্ছিল পাচারকারীরা। বিএসএফ তাদের ধাওয়া করে। তখন তাদের ওপর চড়াও হয়। বিএসএফের ওপর হামলা চালায়, তাদের হাতিয়ার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে আরও বিএসএফ জওয়ানরা সেখানে পৌঁছে পরিস্থিতি সামাল দেন। পাচারকারীদের কাউকে আর ধরা যায়নি। 

 ঘটনাটি ঘটে ত্রিপুরার উনকোটি জেলার মাগরুলি পঞ্চায়েতের অন্তর্গত সীমান্ত এলাকায়। দুইজন বিএসএফ জওয়ান টহলদারি অবস্থায় ছিলেন। এবং সেই সময় বাংলাদেশের পাচারকারীরা,ওপার বাংলার দিকে যাচ্ছিল। এবং সেই সময় তাঁদেরকে আটক করার চেষ্টা করে বিএসএফ জওয়ানরা। এবং তাঁরা উল্টো চ্যালেঞ্জ জানায় বিএসএফ জওয়ানদের। এবং সীমান্তের কাঁটাতার টপকে বাংলাদেশের দিকে যেতে শুরু করে। এবং তাঁদেরকে ধাওয়া করা শুরু করে বিএসএফ এর দুই জওয়ান।

বিএসএফ এর জওয়ানরা যখন কাটাতারের দিকে যায়, তখন বাংলাদেশের বেশ কয়েকজন এসে সেই দুই জওয়ানকে আটকে ফেলে। এবং জওয়ানদের হাতিয়ার ছিনতাই করার চেষ্টা করে। এবং ধারাল অস্ত্র দিয়ে আঘাতের চেষ্টা করে। যদিও তারপর যখন অন্যান্য বিএসএফ জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে যায়,  সেই সময় বাংলাদেশি দুষ্কৃতীরা কিছুটা পিছু হঠে। এবং ভয়ে তখন ওই স্থান ছেড়ে পালিয়ে যায় পাচারকারীর দল।

অপরদিকে, বিএসএফ ত্রিপুরা সূত্রে খবর, এদিন অভিযান চালিয়ে অবৈধ ১৯ হাজারের উপর সানগ্লাস উদ্ধার করেছে সীমান্তরক্ষী বাহিনী। যার আনুমািক মূল্য প্রায় ৩৩ লাখ টাকা। যেগুলি মূলত অবৈধভাবেই নিয়ে যাওয়া হচ্ছিল বাংলাদেশে। 

https://twitter.com/BSF_Tripura/status/1876596544373416292