ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে আরো বেশি সুদীঢ় করা দরকার : মুখ্যমন্ত্রী

সরকার চেষ্টা করছে ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে আরো বেশি সুদীঢ় করার জন্য। এর জন্য পরিকাঠামো ক্ষেত্রে কোন রকম ত্রুটি রাখতে চাইছে না সরকার। সোমবার আগরতলা গভমেন্ট নার্সিং কলেজের বিএসসি নার্সিং পড়ুয়াদের দ্বিতীয় ব্যাচের শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রেখে এই কথা বলেন মুখ্যমন্ত্রীর ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে বক্তব্য রেখে বলেন, এখন সারা ভারতবর্ষে ত্রিপুরার প্রশংসা হচ্ছে।

 কারণ ত্রিপুরা দেশের অন্যান্য রাজ্যগুলির সাথে উন্নয়ন সহ সর্বক্ষেত্রে প্রতিযোগিতা করে চলেছে। আগামী দিন কোন ক্ষেত্রে যদি মনে হয় সমস্যা হচ্ছে বা ইনফ্রাস্ট্রাকচারের অভাব রয়েছে তাহলে সে সমস্যা অবশ্যই সমাধান করা হবে। আরো বলেন, আগরতলা গভমেন্ট নার্সিং কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য যদি আরো কোন পরিকাঠামগত উন্নয়ন করতে হয় তাহলে সেটাও সরকার করতে ইচ্ছুক। কিন্তু কোন অবস্থাতেই আগরতলা গভমেন্ট নার্সিং কলেজের মান নিচে নামানো যাবে না। সব সময় যাতে সুনাম অর্জন করতে পারে সেদিকে নজর রাখতে হবে।

মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের জনগণের পয়সা দিয়ে সরকারি কোষাগার থেকে অর্থ ব্যয় করে বহিঃ রাজ্য থেকে সুপার স্পেশালিটি পরে আসার পরও যখন রাজ্যে রোগীদের বাইরে যেতে হয় তখন অত্যন্ত দুঃখ হয়। এবং তাদের বলা হয় তারপরও যদি তাদের আরো প্রশিক্ষণের প্রয়োজন হয় তাহলে সেটাও দেওয়া হবে।

একইভাবে রাজ্যের নার্সদের উদ্দেশ্যে বলেন, তাদের যদি আরো প্রশিক্ষণের প্রয়োজন হয় তাহলে সেটা দিতে ইচ্ছুক সরকার। বাইরে থেকে ফ্যাকাল্টি এনে সেই বন্দোবস্ত করা হবে। কিন্তু তারপরও রাজ্য থেকে রোগীদের বাইরে রেফার করার প্রবণতা বন্ধ করতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কলেজের পরিকাঠামো সশক্ত করার দিশায় নয়া আইটি ল্যাবের শুভ উদ্বোধন করেন।