GB হাসপাতালে রোগীদের সুবিধার্থে সাংসদ রাজীব ভট্টাচার্য দুটি বৈদ্যুতিক গলফ কার্ট প্রদান করে

জিবিপি হাসপাতালে রোগীদের সুবিধার্থে সাংসদ রাজীব ভট্টাচার্য আজ দুটি বৈদ্যুতিক গলফ কার্ট প্রদান করা হয়েছে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলাশাসক বিশাল কুমার সহ অন্যান্যরা।

রোগীদের সুবিধার্থে সাংসদ উন্নয়ন তহবিল থেকে আজ দুপুর ২ টায় বিজেপি প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য জিবিপি হাসপাতালে দুটি বৈদ্যুতিক গলফ কার্ট এমএস জিবিপি-কে হস্তান্তর করেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে, সাংসদ রাজীব বলেন, তাঁর দৃঢ় বিশ্বাস এই বৈদ্যুতিক গলফ কার্টগুলি রোগীদের যাতায়াতে সদর্থক ভূমিকা পালন করবে। রোগীদের প্রয়োজনীয় পরিষেবা দেওয়ার উদ্যোগে এই গাড়ির ব্যবস্থায় জেলাশাসক বিশাল কুমার অনেকটা সহায়তা করেছেন। এতে ১২ লক্ষ টাকা ব্যয় হয়েছে বলে জানান তিনি।