গত আগস্ট মাসে রাজ্যে ভয়াবহ বন্যায় প্রবল ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা। তারপরও কৃষকদের যেভাবে যুদ্ধকালীন পরিস্থিতিতে সহযোগিতা করে ফসল উৎপাদন করা হয়েছে তা দেখে তিনি নিজেকে ধন্য বলে মনে করছেন। পাশাপাশি কৃষিমন্ত্রী রতন লাল নাথকে অসংখ্য ধন্যবাদ জানান তিনি। রবিবার ত্রিপুরা এগ্রিকালচার গ্যাজুয়েট এসোসিয়েশনের ৫৩ তম বার্ষিক কনফারেন্স অনুষ্ঠিত হয়। রাজধানীর নজরুল কলাক্ষেত্রে আয়োজিত কনফারেন্সে সংসদ রাজীব ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ সহ সংগঠনের নেতৃত্ব।
ত্রিপুরা এগ্রিকালচার গ্যাজুয়েট এসোসিয়েশনের ৫৩ তম বার্ষিক কনফারেন্সে আলোচনা করতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, কৃষকদের অবস্থা রাজ্যে বর্তমানে এতটাই ভালো যে তারা সরকারি চাকরি পর্যন্ত করতে চান না। আরো বলেন, কৃষিকে হাতিয়ার করে বেকার যুবক-যুবতীরা যে ক্যারিয়ার নির্মাণ করতে পারে তারই অন্যতম উদাহরণ হল ত্রিপুরা রাজ্য। ২০১৮ সালের পর কৃষকদের মধ্যে আত্মনির্ভরতাও এসেছে।
কারণ সরকার তাদের পাশে আছে বলে মনোবল বেড়েছে বলে দাবি করেন তিনি। তিনি বলেন পূর্বতন সরকারের সময় কৃষকদের মাঠ থেকে এনে রাস্তায় দাঁড় করিয়ে স্লোগান দিয়েছে। আর বর্তমানে কৃষকরা রাস্তা থেকে মাঠে গিয়ে প্রমাণ করছে কৃষকরা কিছু করতে পারে।