সীমান্তে BSF রয়েছে, তাই চিন্তাই করেন না দেশের স্বরাষ্ট্রমন্ত্রী : অমিত শাহ

সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র সাহসিকতাকে কুর্নিশ জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিএসএফ-এর ভূয়সী প্রসংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “যখনই সীমান্ত থেকে কোনও তথ্য আসে – যে কোনও দুর্ঘটনার বিষয়ে – দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মাথা ঘামান না, যেহেতু সীমান্তে বিএসএফ রয়েছে।”

বিএসএফ গত ১ ডিসেম্বরে বাহিনীর প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে। এই উপলক্ষ্যে রাজস্থানের যোধপুরের চন্দন সিং গ্রাউন্ডে বিএসএফ-এর ৬০-তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান আয়োজিত হয়। বিএসএফ জওয়ানদের এদিন অভিনন্দন জানান অমিত শাহ।

কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন। পরে বক্তৃতায় অমিত শাহ বলেছেন, “আমি বিএসএফ জওয়ানদের অভিনন্দন জানাই। এই দিনটি উদযাপনের জন্য রাজস্থানের ভূমির চেয়ে ভাল জায়গা আর হতে পারে না। যখন সীমান্ত থেকে কোনও চ্যালেঞ্জিং তথ্য আসে, তখন স্বরাষ্ট্রমন্ত্রী চিন্তিত হন না, যেহেতু সীমান্ত পাহারা দেওয়ার জন্য বিএসএফ সৈন্যরা সেখানে রয়েছে।