জাতীয় পঞ্চায়েত পুরস্কারে ব্যাপক সাফল্য অর্জন ত্রিপুরার, খুশি মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা:) মানিক সাহা

জাতীয় পঞ্চায়েত পুরস্কারে ব্যাপক সাফল্য অর্জন করেছে ত্রিপুরা। মোট সাতটি জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছে। আগামী ১১ ডিসেম্বর দিল্লীর বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতি পুরস্কারগুলি তুলে দেবেন। আজ সামাজিক মাধ্যমে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা:) মানিক সাহা।

এদিন সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী বলেন, সারা দেশের প্রায় আড়াই লাখ পঞ্চায়েতের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথমবারের মতো জাতীয় পঞ্চায়েত পুরস্কারে ব্যাপক সাফল্য অর্জন করে ইতিহাস সৃষ্টি করেছে ত্রিপুরা। আমাদের রাজ্য অত্যন্ত গর্বের সাথে এই বছর মোট সাতটি জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছে। আগামী ১১ ডিসেম্বর দিল্লির বিজ্ঞান ভবনে দেশের মহামান্য রাষ্ট্রপতি পুরস্কারগুলো তুলে দেবেন।

এদিন তিনি জাতীয় স্তরে পুরস্কার প্রাপকদের তালিকা প্রকাশ করেন। ওই তালিকায় দেশের সেরা জেলা হয়েছে গোমতী জেলা। ৫ কোটি টাকার আর্থিক পুরস্কার রাশি পাবে। দেশের দ্বিতীয় সেরা ব্লক অমরপুর আর ডি ব্লক। ১.৭৫কোটি টাকার আর্থিক পুরস্কার রাশি। দেশের সেরা মহিলা-বান্ধব পঞ্চায়েত: দক্ষিণ মনুবনকুল, রূপাইছড়ি আর ডি ব্লক। ১ কোটি টাকার আর্থিক পুরস্কার রাশি।

তালিকায় আরও প্রকাশ করেছে, দ্বিতীয় সেরা গ্রাম উর্জা পঞ্চায়েত, বিশেষ পুরস্কার: থাকছড়া, অমরপুর আর ডি ব্লক। প্রাপ্ত: ০.৭৫ কোটি টাকার আর্থিক পুরস্কার রাশি। তৃতীয় পুরস্কার দারিদ্র্যমুক্ত ও উন্নত জীবিকা গ্রাম, পর্যাপ্ত জল গ্রাম এবং শিশুবান্ধব গ্রাম: বেতছড়া (কুমারঘাট আর ডি ব্লক ), দেববাড়ি (অমরপুর আর ডি ব্লক ) এবং রাজকাং (অমরপুর আর ডি ব্লক ), প্রাপ্ত: প্রতিটিতে ₹০.৫০ কোটি টাকার আর্থিক পুরস্কার রাশি। মোট পুরস্কার রাশি ১০ কোটি।

তাঁর কথায়, এই বিশেষ অর্জন রাজ্য সরকারের সুশাসন ও নাগরিক জীবন উন্নয়নে সদর্থক পরিবর্তনের প্রমান। এই প্রাপ্তির জন্য রাজ্যের পঞ্চায়েতিরাজ ব্যবস্থার সাথে যুক্ত সমস্ত জনপ্রতিনিধিগণ এবং রাজ্য পঞ্চায়েত দপ্তরের সকল আধিকারিক ও কর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।