বৃত্তিমূলক শিক্ষার গুণমান বৃদ্ধির লক্ষ্যে রাজ্যের ১৯টি আইটিআই এর আধুনিকীকরণে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার উপস্থিতিতে টাটা টেকনোলজিস এর সঙ্গে এক চুক্তি স্বাক্ষরিত হয়। মূলত, প্রশিক্ষণ ক্ষেত্রের আধুনিকীকরণ এবং আইটিআই স্নাতকদের কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে প্রযুক্তি খাতে দক্ষতার ব্যবধান পূরণ করার লক্ষ্যে রাজ্য সরকার এবং টাটা টেকনোলজিস লিমিটেডের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
এই লক্ষ্যে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা, শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা, দপ্তরের রাষ্ট্র মন্ত্রী বৃষকেতু দেববর্মার উপস্থিতিতে স্বাক্ষর পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ’’রাজ্যের জন্য সত্যিই একটি আনন্দের দিন। কারণ বৃত্তিমূলক শিক্ষার গুণমান বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার, শিল্প ও বাণিজ্য দপ্তর এবং টাটা টেকনোলজিস লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।
তিনি আরও বলেন, ‘‘বর্তমানে আমাদের ১৯টি আইটিআই রয়েছে, যেগুলিকে আধুনিকীকরণ করা হবে৷ অনেকদিন আগেই এই প্রতিষ্ঠানগুলিকে আপগ্রেড করা হয়েছিল। এই আইটিআইগুলিতে শিক্ষার্থীরা শারীরিক ও মেকানিক্যাল কাজে নিয়োজিত থাকে। যারা স্নাতক হয়েছে তারা সর্বশেষ প্রযুক্তির সুযোগ পায় নি। তাই আমরা এইসব প্রতিষ্ঠানে অত্যাধুনিক পরিকাঠামো সংযুক্ত করতে চাই। বর্তমানে উন্নয়নের গতির সঙ্গে পাল্লা রেখে বিভিন্ন সেক্টরে প্রয়োজনীয় দক্ষতার সঙ্গে কম্পিউটারাইজড যন্ত্রপাতির একটা ব্যবধান ছিল। আজকের এই চুক্তি অনুযায়ী পরিকাঠামোগত উন্নয়নও করা হবে।