টিসিএ অর্থাৎ ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন নিয়ে ২০২৩ সালের আগস্ট মাসে দুর্নীতির অভিযোগ উঠেছিল। দুর্নীতিতে নাম জড়িয়ে ছিল তৎকালীন কমিটির কয়েকজন নেতৃত্বের। তারপর এই দুর্নীতির জল গড়ায় ত্রিপুরা হাইকোর্ট পর্যন্ত। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ত্রিপুরা হাইকোর্টের রায় সিট গঠন হলেও এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি দুর্নীতির সাথে জড়িত অভিযুক্তরা। এরই প্রতিবাদে সোমবার পুলিশের সদর কার্যালয়ে গিয়ে রাজ্য পুলিশের মহা নির্দেশকের সাথে দেখা করলেন বর্তমান কমিটির প্রতিনিধিরা।
দেড় বছর অতিক্রান্ত হতে চলেছে, কেন এখন পর্যন্ত অভিযুক্তরা গ্রেফতার হচ্ছে না। সে বিষয়ে জানতে চাওয়া হয় রাজ্য পুলিশের মহা নির্দেশকের কাছে। দীর্ঘক্ষণ পুলিশের মহা নির্দেশকের সাথে আলোচনার পর জানতে পেরেছেন বিষয়টি তদন্ত চলছে। পরবর্তী সময় ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি তপন লোধ সহ অন্যান্য নেতৃত্ব জানান, ২০২৩ সালে আগস্ট মাসে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের দুর্নীতির অভিযোগ নিয়ে মামলা হওয়ার পর ত্রিপুরা হাইকোর্টের রায় একটি সিট গঠন করা হয়েছিল।
সমস্ত জেনারেল বডিকে উপেক্ষা করে অভিযুক্তরা ফাডলাইটের টেন্ডার করে তৎকালীন কমিটির কয়েকজন দুর্নীতিতে শামিল হয়েছিলেন। এম বি বি মাঠে এবং নরসিং গড় আন্তর্জাতিক মাঠের স্টেডিয়ামে ফ্লাডলাইটের ক্ষেত্রে কয়েক কোটি টাকা তারা দুর্নীতি করেছিল। পরবর্তী সময় থানায় নাম দিয়ে মামলা করা হয়েছিল।
কিন্তু ত্রিপুরা হাইকোর্টের সিট গঠনের পর এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। সেই বিষয়ে রাজ্য পুলিশের মহা নির্দেশকের কাছে জানতে চাওয়া হলে তিনি জানিয়েছেন, বিষয়টি তদন্ত চলছে। আগামী কয়েকদিনের মধ্যে এর ফল দেখতে পাবেন। এমনটাই আশ্বাস পেয়েছেন বলে জানিয়েছেন তারা। এখন দেখার বিষয় নতুন করে আবারো উত্থাপিত বিষয়টি কত দূর এগিয়ে যায়।