সেনা প্রত্যাহার তো একটা অংশ মাত্র, ভারত-চিন সম্পর্ক নিয়ে বড় আপডেট জয়শংকরের

সম্প্রতি লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ফের টহল শুরু হয়েছে ভারত ও চিনা সেনার। দীর্ঘদিনের সংঘাত আপাতত শেষ হয়েছে। তবে এর ফলে কি ভারত ও চিনের দ্বিপাক্ষিক সম্পর্ক পুরোপুরি ঠিক হয়ে গিয়েছে? রবিবার এই নিয়ে মুখ খুললেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। ভারত-চিন সম্পর্ক নিয়ে তাঁর বক্তব্য, ‘প্রকৃত নিয়ন্ত্রণ রেখায থেকে ভারত ও চিন নিজেদের সেনা সরিয়ে ফেলেছে। এর ফলে এবার দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির জন্য অন্যান্য পদক্ষেপের পথ খুলে গিয়েছে।

জয়শংকর বলেন, ‘আমরা যাকে ডিসএনগেজমেন্ট বলি, তাতে কিছুটা অগ্রগতি হয়েছে। যখন দুই দেশের সেনা একে অপরের খুব কাছাকাছি ছিল, তখন যে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটতে পারত। এখন দেখতে হবে, ডিসএনগেজমেন্টের পর আমরা কোন দিকে যাই। তবে আমরা মনে করি, সেনা প্রত্যাহারের বিষয়টি ইতিবাচক পদক্ষেপ। আমরা এটিকে স্বাগত জানাই। যদিও সেনা প্রত্যাহার ইস্যুটির একটি অংশ মাত্র। এবং অচলাবস্থার অন্যান্য দিকও রয়েছে। যা এখনও সমাধান করতে হবে।’

উল্লেখ্য, প্রায় সাড়ে ৪ বছর পর ফের লাদাখের ডেমচকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে টহল দিতে শুরু করেছে ভারতীয় সেনা। রিপোর্ট অনুযায়ী, ২০২০ সালের সংঘাতের আগে যে অবস্থান পর্যন্ত ভারতীয় সেনা টহল দিত, এখনও সেখান পর্যন্তই টহল দিচ্ছে ভারতীয় জওয়ানরা। এদিকে ডেপস্যাঙেও শীঘ্রই ভারতীয় সেনা টহল দিতে শুরু করবে বলে দাবি করা হয়েছিল সাম্প্রতিক রিপোর্টে। উল্লেখ্য, লাদাখের ডেপস্যাং এবং ডেমচকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সেনা প্রত্যাহার হয়েছে দিওয়ালির আগেই।