রঞ্জি ট্রফি ত্রিপুরা বনাম মুম্বাই : মুম্বাইয়ের সম্মানজনক স্কোরের জবাব দিচ্ছে ত্রিপুরা ব্যাটসম্যানরা

লাইভ : মুম্বাই ৪৫০ (১২২.৪) ত্রিপুরা ২৪৩/৬ (৭৭)

মোক্ষম জবাব দিতে চাইছে ত্রিপুরার ব্যাটার্সরা। রঞ্জি ট্রফি ক্রিকেটে মুম্বাইয়ের গড়া ৪৫০ রানের জবাবে দিনের খেলা শেষে ত্রিপুরা দলের প্রারম্ভিক ব্যাটসম্যানরা দারুন জবাবের প্রয়াস নিয়েছে।

https://twitter.com/DhruvaPrasad9/status/1850762092904649066?t=lEIxuLfA6k2z5sWmkhQziQ&s=19

উল্লেখ্য, আগরতলার এমবিবি স্টেডিয়ামে শনিবার থেকে সফরকারী মুম্বাই বনাম ত্রিপুরার মধ্যে রঞ্জি ট্রফির চার দিনের ম্যাচ শুরু হয়েছে।

https://twitter.com/DhruvaPrasad9/status/1850788956935504129?t=AIe9lv9Hw2hw-wzPrxbJGw&s=19

দ্বিতীয় দিনের শুরুতে মুম্বাই ২৪৮ রানের পাশাপাশি চার উইকেট হাতে নিয়ে খেলা শুরু করে রবিবারে ৬২.২ ওভার খেলে আরও চার উইকেট হারিয়ে ২০২ রান যোগ করে ৪৫০ রানে ইনিংস শেষ করে।

https://twitter.com/DhruvaPrasad9/status/1850777353816813907?t=m39vfmP0Hwv7QgjOVSQciQ&s=19

দলের পক্ষে সূর্যাংশের ৯৯ রানের পাশাপাশি স্যামস মুলানীর ৭১ রান, শার্দুল ঠাকুরের ৬২ রান এবং হিমাংশু সিং এর ৫৯ রান উল্লেখযোগ্য। রাজ্য দলের বোলার মনিশঙ্কর মুরাসিং ৩টি, অভিজিৎ সরকার ও পারভেজ সুলতান দুটি করে উইকেট পেয়েছে। শ্রীদাম পাল ও মনদীপ সিং পেয়েছে একটি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে ত্রিপুরা দলের ওপেনার বিক্রম কুমার দাস ১৫ রানে প্যাভেলিয়নে ফিরলেও জিয়নজোৎ সিং ৩৯ রানে এবং পারভেজ সুলতান এক রানে উইকেটে রয়েছেন। গ্রুপের অন্যান্য খেলায় উড়িষ্যার বিরুদ্ধে বরোদা প্রথম ইনিংসে লিভ নিয়েছে। জম্মু-কাশ্মীর ইনিংস সহ ২৫ রানের ব্যবধানে সার্ভিসেস কে পরাজিত করেছে। মেঘালয়ের বিরুদ্ধে মহারাষ্ট্র প্রথম ইনিংসে লিড নিতে মাত্র ১৩ রানে পিছিয়ে রয়েছে। হাতে রয়েছে আরও পাঁচ উইকেট।