Manik saha
SHARE

রক্তের যেমন কোন বিকল্প হয় না, তেমনি আগামী দিনে ভারতীয় জনতা পার্টিরও কোন বিকল্প থাকবে না। ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস’ এই দলের অন্যতম লক্ষ্য।’’ এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা৷

আয়োজিত এক সভায় তিনি বক্তব্য রাখেন, সেখানে তিনি ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন ডাবল ইঞ্জিন সরকারের ভূয়ষী প্রশংসা করেছেন। এর পাশাপাশি কুসংস্কার ছড়ানো প্রসঙ্গে সিপিএম ও কংগ্রেসের ভূমিকার তীব্র নিন্দা করেন তিনি।

তিনি বলেন, ‘‘এমন একটা সময় আসবে যখন বিজেপির কোনও বিকল্প থাকবে না। কারণ আমাদের দল সর্বদা মানুষের জন্য এবং উন্নয়নের জন্য কাজ করে। গত ৩৫ বছর ধরে সিপিএম-এর শাসন আমাদের কুসংস্কার দিয়েছে। আর কংগ্রেসও সেটা ছড়িয়ে দিয়েছে।

তিনি কারণেই বিরোধী দল আজ জনভিত্তি হারিয়েছে৷ তিনি তাঁর বক্তব্যে আরও বলেন, ‘‘ভারতীয় জনতা পার্টির সদস্য সংখ্যা এখন প্রায় ৬ লক্ষ। আমরা রাস্তায় নামলে বাকিদের দেখা মিলবে না।’’

তিনি আরও বলেন ত্রিপুরার সাম্প্রতিক বন্যার সময় প্রতিটি বিজেপি কর্মী, বিধায়ক এবং মন্ত্রী মানুষকে সাহায্য করার জন্য তাদের পাশে ছিলেন। তাঁর অভিযোগ কোনও বিরোধীর দেখা মেলেনি৷


SHARE