আগরতলা রেলস্টেশন থেকে পাঁচ মাসে ৮৭ জন বাংলাদেশি গ্রেফতার

আগরতলা রেলস্টেশনের জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন দাস সংবাদ মাধ্যমকে বলেন, গোপন খবরের ভিত্তিতে রোববার (৫ জানুয়ারি) রাতে সিপাহীজলা জেলার পুরাতন রাজনগর, কাইয়াডেফা, হরিহরদোলা, কোনাবন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা রেলওয়ে স্টেশন থেকে গত বছরের শেষ পাঁচ মাসে ৮৭ জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে রাজ্যের রেলওয়ে জিআরপি পুলিশ। ‘জাগরণ ত্রিপুরা’ আগরতলার অনলাইন সংবাদমাধ্যম সূত্রে এ তথ্য জানা যায়।

প্রকাশিত খবরে বলা হয়েছে, ২০২৪ সালের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত মোট পাঁচ মাসে আগরতলা রেলওয়ে স্টেশনে ২৫টি অভিযান চালায় রেলওয়ে জিআরপি থানা পুলিশ। ওই অভিযানে ৮৭ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

একই সময়ে ২৮ জন ভারতীয় মানব পাচারকারীকে গ্রেফতার করে জিআরপি পুলিশ। গ্রেফতারকৃত মানব পাচারকারীরা সীমান্তে অবৈধপথে বাংলাদেশি নাগরিকদেরকে ভারতে অনুপ্রবেশের ক্ষেত্রে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করেছে।

আগরতলা রেলস্টেশনের গভর্নমেন্ট রেলওয়ে পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন দাস রাজ্যের গণমাধ্যকে জানান, ভারতের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সীমান্তপথে দালালদের মাধ্যমে অবৈধভাবে অনুপ্রবেশ করে বাংলাদেশি নাগরিকরা। এ সময় তারা আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ভারতের বিভিন্ন রাজ্যে যাওয়ার চেষ্টা করলে অভিযান চালিয়ে তাদেরকে বিভিন্ন সময়ে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা সবাই বর্তমানে আদালতের নির্দেশে রাজ্যের কারাগারে রয়েছে বলেও জানান তিনি।