দীর্ঘ প্রতীক্ষা। অবশেষে মিলল সুখবর। রাজ্যের সরকারি কর্মীদের (State Government Employees) মহার্ঘ ভাতা বা ডিএ (DA) বৃদ্ধির অনুমোদন দিল অর্থ দফতর। সেই মতোই এবার বাড়ানো হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা। অর্থাৎ বছর শেষেই মিলল সুখবর। জানা যাচ্ছে, ২০২৪ সালের ১ জুলাই থেকে রাজ্য সরকারি কর্মচারীদের বর্ধিত ডিএ (Dearness Allowance) কার্যকর হবে।
রাজ্য তরফে জানানো হয়েছে যে সরকারি কর্মচারীরা পঞ্চম বেত কমিশনের আওতায় আছেন, তাদের ১২ শতাংশ ডিএ বাড়ানো হয়েছে। পাশাপাশি ডিএ বেড়েছে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় থাকা রাজ্য সরকারি কর্মচারীদেরও। তাদের সাত শতাংশ হারে ডিএ বৃদ্ধি পেয়েছে। জানিয়ে রাখি, সম্প্রতি এই ঘোষণা করেছেন রাজস্থানের উপ-মুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী দিয়া কুমারী। ডিএ বৃদ্ধির বিষয়ে সুখবর দিয়েছেন তিনি।
উল্লেখ্য, এতদিন পর্যন্ত পঞ্চম বেতন কমিশনের আওতায় থাকা রাজ্য সরকারি কর্মচারীরা ৪৪৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেতেন। এবার তা বেড়ে হল ৪৫৫ শতাংশ। এদিকে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় থাকা রাজ্য সরকারি কর্মচারীরা এতদিন ২৩৯ শতাংশ হারে ডিএ পেতেন। এবার তা বেড়ে হল ২৪৬ শতাংশ। ২০২৪ সালের ১ জুলাই থেকে এই বর্ধিত ডিএ কার্যকর হবে।
একই সাথে আরও জানানো হয়েছে, রাজ্য সরকারি কর্মচারীদের এরিয়ার বা বকেয়া মহার্ঘ ভাতাও মিটিয়ে দেওয়া হবে। পর্যন্ত পঞ্চম বেতন কমিশন এবং ষষ্ঠ বেতন কমিশনের আওতায় থাকা রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
একদিকে যখন কেন্দ্রের সাথে তালে তাল মিলিয়ে, সরকারি কর্মীদের কথা মাথায় রেখে একাধিক রাজ্য সরকারও ডিএ বৃদ্ধির পথে হাঁটছে সেখানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা এখনও ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১৪ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। যা নিয়ে সন্তুষ্ট নয় বলে এখনও চলছে বাংলার সরকারি কর্মীদের আন্দোলন।
দীর্ঘ সময় থেকে কেন্দ্রীয় সরকারি হারে মহার্ঘ ভাতার (Dearness Allowance) দাবি তুলে আসছেন বাংলার সরকারি কর্মীরা। যদিও সরকার তাদের দাবিতে মান্যতা দেয়নি। বর্তমানে হাইকোর্ট পেরিয়ে সুপ্রিম কোর্টে জল গড়িয়েছে ডিএ মামলার। এবার সর্বোচ্চ আদালত কী রায় দেয় সেটাই দেখার।