পরিকাঠামো উন্নয়ন নিয়ে বার্তা, উত্তর পূর্বাঞ্চলের হয়ে প্রচারে ত্রিপুরার মুখ্যমন্ত্রী

উত্তর পূর্বাঞ্চলের সার্বিক বিকাশে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর জন্য উত্তর পূর্বাঞ্চলকে অষ্টলক্ষী হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। একই ধারায় ত্রিপুরায় সকল অংশের মানুষকে সুশাসন দেওয়ার লক্ষ্যে কাজ করছে বর্তমান রাজ্য সরকার। এর জন্য আলাদা করে ত্রিপুরায় সুশাসন বিভাগ চালু করা হয়েছে। হরিয়ানার গুরুগ্রামের এসজিটি ইউনিভার্সিটিতে কার্যকরী বাস্তবায়নের মাধ্যমে সুশাসন সম্পর্কিত বিষয়ে আয়োজিত সম্মেলনে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, ‘‘এসজিটি ইউনিভার্সিটিতে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে পেরে খুবই ভাল লাগছে। এবার ত্রিপুরায় প্রথমবারের মতো নর্থ ইস্টার্ন কাউন্সিলের অধিবেশন অনু্ঠিত হয়েছে। এরপরই আমাকে এখানে আসতে হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, আমি উত্তর পূর্বাঞ্চলের একজন প্রতিনিধি। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবসময় উত্তর পূর্বাঞ্চলকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। সিকিম-সহ উত্তর পূর্বাঞ্চলের আটটি রাজ্যকে অষ্টলক্ষী নাম দিয়েছেন তিনি। এই অঞ্চলের উন্নয়নে অ্যাক্ট ইস্ট পলিসি চালু করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন যতক্ষন পর্যন্ত অষ্টলক্ষীর উন্নয়ন হবে না, ততক্ষণ পর্যন্ত দেশের উন্নয়ন হবে না। এটা আমাদের জন্য খুবই বড় বিষয়। আগে প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে অগ্রাধিকার দিয়েছিলেন। এরপর বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অষ্টলক্ষীর উন্নয়নে বিশেষ নজর দিয়েছেন। তিনি আমাদের হিরা মডেল দিয়েছেন। এর জন্য ত্রিপুরায় এখন একটি থেকে ৬টি জাতীয় সড়ক হয়েছে।’’