ANI 20241104314 0 1731385470769 1731385484193
SHARE

১১ নভেম্বর থেকে চালু হয়েছে আরজি কর চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলার বিচার। সেই মামলার বিচারে প্রথম দিনই সাক্ষ্য দেন নির্যাতিতার বাবা। আদালতেই প্রথমবারের মতো অভিযুক্ত সঞ্জয় রায়কে সামনাসামনি দেখেন তিনি। এই আবহে সংবাদ প্রতিদিনের রিপোর্টে দাবি করা হল, সামনাসামনি দেখে নাকি অভিযুক্তকে চিনতেই পারেননি নির্যাতিতার বাবা। রিপোর্ট অনুযায়ী, প্রথমদিনের সাক্ষ্য দিয়ে যখন আদালত থেকে নির্যাতিতার বাবা বেরিয়ে আসেন, তখন নাকি তিনি একজন আইনজীবীকে বলেন, সঞ্জয়কে দেখে তিনি চিনতেই পারেননি।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, নির্যাতিতার বাবা জানিয়েছেন, এতদিন বিভিন্ন সংবাদমাধ্যমে সঞ্জয় রায়ের অনেক ছবি তিনি দেখেছেন। তবে সামনাসামনি এই প্রথম অভিযুক্তকে দেখলেন। এই আবহে মিডিয়ায় যে ছবি দেখানো হয়েছে, তার সাথে সামনাসামনি অভিযুক্তের চেহারা মেলাতে পারেননি তিনি। এদিকে রিপোর্ট অনুযায়ী, গতকাল সাক্ষ্য দেওয়ার সময় ভেঙে পড়েছিলেন নির্যাতিতা চিকিৎসকের বাবা। তাঁর চোখে জল এসেছিল। ধরা গলায় নিজের বয়ান দেন তিনি। অভিযুক্তদের জন্য নির্দিষ্ট করা জায়গার দিকেও নাকি তাকিয়েছিলেন তিনি।

রিপোর্ট অনুযায়ী, এদিন সিবিআই আধিকারিকরা সোদপুরের বাড়ি থেকে নির্যাতিতার বাবাকে গাড়ি করে আদালতে নিয়ে এসেছিল। তাঁর সঙ্গে এক পারিবারিক বন্ধুও ছিলেন। এদিকে পানিাহাটি পুরসভার প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়েরও সাক্ষ্য গ্রহণ হয় আদালতে। সিপিএমের টিকিটে এককালে কাউন্সিলর হওয়া এই সঞ্জীব ২০১৯ সালে যোগ দিয়েছিলেন তৃণমূলে। এদিকে অভিযুক্তের আইনজীবী এদিন ‘ক্রস’ বা পালটা প্রশ্ন করেন নির্যাতিতার বাবাকে। মেয়ের ওপর নির্যাতনের কথা বলতে গিয়ে আদালতে কেঁদে ফেলেছিলেন খুন হওয়া চিকিৎসকের বাবা।


SHARE