আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন পৃথ্বী শ, ইনস্টাগ্রামে দিলেন ঘোষণা !!

গত কয়েক বছর ধরে সমাজ মাধ্যমের পাতায় বিশেষ খবর হয়ে উঠেছেন পৃথ্বী শ (Prithvi Shaw)। ভারতীয় দলের তারকা ক্রিকেটারকে তরুণ প্রজন্মের সচিনও বলা হত। তবে, সেই পৃথ্বী এখন ফর্মের জন্য লড়াই চালাচ্ছে। শুধু তাই নয়, জাতীয় দলের হয়ে ২০২১ সালে শেষবার খেলার সুযোগ পেয়েছিলেন তিনি, আর গত তিন বছর তার ফিটনেস ও প্রদর্শন নিয়ে সবসময় একটি প্রশ্ন চিহ্ন উঠে এসেছিল। জাতীয় দল থেকে বাদ পড়ার পাশাপাশি পৃথ্বী এবার ঘরোয়া দল থেকে পড়লেন বাদ। কয়েকদিন আগে মুম্বাইয়ের রঞ্জি দল থেকে বাদ পড়েছিলেন পৃথ্বী এবং এখন বিজয় হাজারে ট্রফির দল থেকে বাদ পড়লেন পৃথ্বী।

সদ্য সৈয়দ মুস্তাক আলী টুর্নামেন্টে খেলতে দেখা গিয়েছিল পৃথ্বীকে। টুর্নামেন্টে তার ব্যাট থেকে আহামরি রান দেখতে পাওয়া যায়নি। তাছাড়া, টুর্নামেন্ট চলাকালীন পৃথ্বী শ (Prithvi Shaw) নাকি বেপরোয়া জীবনযাপন করতেন যা পছন্দ ছিল না মুম্বাই কত্রীপক্ষের। তারপরেই বিজয় হাজারে থেকে বাদ পড়তেই সমাজ মাধ্যমে হতাশার কথা তুলে ধরেন তিনি। লিস্ট এ ক্রিকেটে তার স্ট্যাট তুলে ধরেন এবং লেখেন, ‘ঈশ্বর আমাকে আর কি কি দেখতে হবে ?

তিনি এটাই বোঝাতে চেয়েছিলেন তিনি ভালো পারফরমেন্সের পরেও দলে জায়গা হয়নি তার। এরপর অবশ্য মুম্বাই ক্রিকেটের এক শীর্ষ কর্তা পৃথ্বীকে একহাত নিয়েছেন। নাম প্রকাশ না করে মুম্বাই ক্রিকেটের কর্তাটি পৃথ্বীর দুর্বল ফিটনেসের কথা জানিয়ে দেন। তিনি বলেন, “যখন আমরা সৈয়দ মুস্তাক খেলছিলাম তখন আমরা ১০ জন ফিল্ডার নিয়েই খেলতাম। পৃথ্বী শকে লুকিয়ে রাখা হত।

ফিল্ডিংয়ের সময় ওর পাশ থেকে বল গেলেও ওর ধরার ক্ষমতা ছিল না। ব্যাটিং করার সময়েও ওকে বলের কাছে আসতে পারতো না। প্রতিদিন সকাল ৬টায় হোটেলে ফিরতো এবং মুস্তাক আলী ট্রফিতে এক দিনের জন্য ওকে অনুশীলন করতে দেখা যায়নি। কোনও ক্রিকেটারের জন্য আলাদা কোনও নিয়ম হতে পারে না। দলের সিনিয়র ক্রিকেটারেরাও ওর মানসিকতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছিল। তাছাড়া কারোর সোশ্যাল মিডিয়ার পোস্ট মুম্বাই ক্রিকেট ভয় করে নয়।