সুদীপ আতঙ্ক যেন পিছু ছাড়ছে না বিকাশ দেববর্মাকে, মিছিলে একা একা বিধায়ক সুদীপ রায় বর্মণের বিরুদ্ধে শ্লোগান

পাহাড় সমান দুর্নীতির অভিযোগ ডাবল ইঞ্জিনের সরকারের মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে। রাজ্যের জনজাতিদের উন্নয়ন হোক কিংবা না হোক জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশের উন্নয়ন হয়েছে ডাবল ইঞ্জিনের ট্রেনের গতিতে। সম্প্রতি বিধানসভায় মন্ত্রী বিকাশের বিরুদ্ধে দুর্নীতির বোমা ফাটান কংগ্রেস বিধায়ক সুদিপ রায় বর্মণ। সুদীপ রায় বর্মণ বলবেন না বলবেন না সুকৌশলে মন্ত্রী বিকাশ দেববর্মার নামে বেনামে রাজ্যে ও রাজ্যের বাইরে কি কি সম্পত্তি রয়েছে তা তুলে ধরেন।

যা নিয়ে রাজ্য রাজনীতিতে ঝড় শুরু হয়ে যায়। মন্ত্রী বিকাশ দেববর্মা নিজের বিরুদ্ধে উঠা দুর্নীতির অভিযোগের বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করে সাফাই গাইতে গিয়ে এক প্রকার স্বীকার করে নেন রাজ্যে ও রাজ্যের বাইরে ওনার বহু সম্পত্তি রয়েছে। এই নিয়ে রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ সম্প্রচার হয়। তারপর থেকে দুর্নীতি ও সুদীপ আতঙ্কে ভুগছেন মন্ত্রী বিকাশ দেববর্মা। তা এক প্রকার স্পষ্ট হয়ে যায় শুক্রবার।

সরকারের বিরুদ্ধে বিরোধীদের অপপ্রচারের প্রতিবাদে শুক্রবার রাজ্য জুড়ে বিক্ষোভ মিছিলের ডাক দেয় প্রদেশ বিজেপি। রাজধানীতেও হয় বিজেপির বিক্ষোভ মিছিল। সেই মিছিলে দেখা যায় মন্ত্রী বিকাশ দেববর্মা হাতে দলীয় পতাকা নিয়ে শ্লোগান দিচ্ছেন সুদীপ বর্মণ হুসিয়ার, সুদিপ বর্মণ নিপাক যাক। বিকাশ দেববর্মার মুখে বারে বারে একটাই নাম শুনা গেল। সেই নামটি হল বিধায়ক সুদিপ রায় বর্মণ। তার থেকে স্পষ্ট হয়ে যায় সুদিপ আতঙ্কে ভুগছেন মন্ত্রী বিকাশ দেববর্মা।

কারন বিধায়ক সুদিপ রায় বর্মণ ওনার নামে বেনামে থাকা সম্পত্তির বিষয়টি জনসমক্ষে নিয়ে এসেছেন। মন্ত্রী বিকাশ দেববর্মা এইদিন সুদিপ রায় বর্মণের বিরুদ্ধে শ্লোগান দিলেও ওনার সাথে থাকা এক দুইজন ছাড়া আরও কেউই ওনার সুরে সুর মিলিয়ে শ্লোগান দেন নি। অনেকটা অসহায়ের মতো শ্লোগান দিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মণের বিরুদ্ধে ওনার ক্ষোভের বহিঃপ্রকাশ করলেন।

যদিও বিজেপির এইদিনের বিক্ষোভ মিছিল কোন ব্যক্তির বিরুদ্ধে ছিল না। কিন্তু মন্ত্রী বিকাশ দেববর্মা দলীয় মিছিল থেকে সুদীপ রায় বর্মণের নামে শ্লোগান দিয়ে যান। তার থেকে আরও একটা বিষয় স্পষ্ট মন্ত্রী বিকাশ দেববর্মা পূর্ব পরিকল্পনা করে এইদিনের মিছিলে সামিল হয়েছেন।