লাদাখ সীমান্তে সমস্যা নিয়ে আলোচনার টেবিলে চিন, ভারতকে পাশে পেতে কেন মরিয়া মাওয়ের দেশ?

রাশিয়ার কাজ়ানে ব্রিকস়় শীর্ষ সম্মেলন চলছে। এরই ফাঁকে মুখোমুখি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেখানে লাদাখ সীমান্তে স্থিতাবস্থা ফেরাতে নীতিগত ভাবে সহমত হন দুই রাষ্ট্রপ্রধান। এই আলোচনার সূত্র ধরেই শুক্রবার থেকে লাদাখ সীমান্তে শুরু হয়ে গিয়েছে দু’পক্ষের সেনা সরানোর কাজ।

যা দেখে অনেকেই বলছেন, দীর্ঘ পাঁচ বছর পর মোদী-শির মোলাকাত খুলে দিয়েছে ভারত-চিন সম্পর্কে এক নতুন অধ্যায়ের পাতা। কিন্তু অনেকেই তার সঙ্গে একমত নন। তার প্রধান কারণ, চিনের বিশ্বাসযোগ্যতা। ভিডিও দেখুন –