রেললাইনে ডিটোনেটর! হরিদ্বারে ট্রেন লাইনচ্যুত করানোর চেষ্টা, ছক বানচাল রেলপুলিশের, ধৃত এক

ট্রেন লাইনচ্যুত করানোর ছক বানছাল করল জিআরপি। শুধু তা-ই নয়, ষড়যন্ত্রকারী সন্দেহে এক জনকে গ্রেফতারও করেছে পুলিশ। রেললাইনের উপর পড়ে থাকা ডিটোনেটর উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

জানা গিয়েছে, হরিদ্বারের একটি রেললাইনের উপর রাতের অন্ধকারে কেউ বা কারা ডিটোনেটর ফেলে রেখে যায়। স্থানীয়দের নজর পড়তেই খবর দেওয়া হয় রেলপুলিশকে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন রেলপুলিশের আধিকারিকেরা। রেললাইন থেকে ডিটোনেটর সরিয়ে দেওয়া হয়।

রেলপুলিশের পাশাপাশি হরিদ্বার পুলিশও ঘটনার তদন্তে নেমেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখা হয়। তার পরই এক সন্দেহভাজনকে গ্রেফতার করেন তদন্তকারীরা। তবে কেন লাইনের উপর ডিটোনেটর ফেলে রাখা হয়েছিল, সে সম্পর্কে এখনও কোনও ধারণা মেলেনি। ধৃত যুবক ছাড়াও অন্য কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এক তদন্তকারী অফিসার।