ভিত্তিহীন অভিযোগ অশান্তি সৃষ্টি করতে পারে’-হরিয়ানা ফলাফল নিয়ে কংগ্রেসকে কড়কে দিল নির্বাচন কমিশন

সদ্যসমাপ্ত হওয়া হরিয়ানার বিধানসভা নির্বাচনে কর্চুরপির অভিযোগ তুলেছিল কংগ্রেস। সেই অভিযোগ পুরোপুরি খারিজ করে দিল নির্বাচন কমিশন। কংগ্রেসের তোলা এই অভিযোগকে নির্বাচন কমিশন ‘ভিত্তিহীন’, ‘অর্থহীন’ এবং ‘ভুল’ বলে জানিয়েছে। শুধু তাই নয়, এই ধরনের ভিত্তিহীন অভিযোগ থেকে ভবিষ্যতে বিরত থাকার জন্য কংগ্রেসকে সতর্ক করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের মতে, এই ধরনের ভিত্তিহীন অভিযোগ মানুষের মধ্যে অশান্তি তৈরি করতে পারে এবং সামাজিক শৃঙ্খলা ব্যাহত করতে পারে।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে একটি চিঠি দিয়ে নির্বাচন কমিশন বলেছে, হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীরের নির্বাচনের ফলাফল ঘোষণার দিন ৮ই অক্টোবর ভোট গণনা প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ সহ কংগ্রেস কমিশনের কাছে বেশ কিছু অভিযোগ করেছিল। ২৬ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে কিছু ভোটকেন্দ্রে গণনা চলাকালীন ইভিএম কন্ট্রোল ইউনিটের ব্যাটারিতে ৯৯ শতাংশ  চার্জ নিয়ে অভিযোগ তুলেছিল।

গত এক বছরের উদাহরণ উল্লেখ করে নির্বাচন কমিশন কংগ্রেসকে অভিযুক্ত করেছে, ‘ভারতীয় নির্বাচনী প্রক্রিয়ার মূল দিকগুলির উপর লাগাতার ভিত্তিহীন সন্দেহ উত্থাপন করে আসছে কংগ্রেস। উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্বাচন প্রক্রিয়া নিয়ে মানুষের মনে সন্দেহ তৈরি করা হচ্ছে। কংগ্রেসের পক্ষে একটি অভিজ্ঞ দলের কাছে এটি কাম্য নয়, এই অভ্যাসটি হতাশাজনক। সাম্প্রতিক অতীতেও এই ধরনের ভিত্তিহীন অভিযোগ তুলেছে কংগ্রেস।’