কংগ্রেস ও সিপিআইএম বিদেশি নীতি নিয়ে চলে : মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা

আগরতলা মুক্তধারায় তারকব্রহ্ম কীর্তনীয়া শিল্পি সমিতির দ্বিতীয় প্রদেশ সন্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গাছের চারায় জল দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পড়ে উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন কীর্তনের সংস্কৃতিকে বাচিয়ে রাখতে হবে।

 তার দায়িত্ব সকলের। কীর্তনিয়ারা বাচলে কীর্তন সংস্কৃতিকে বাচিয়ে রাখা যাবে। সরকারও সেই দিকে নজর দেবে। কীর্তনিয়াদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে সরকার। কীর্তনকে সমগ্র ভারতবর্ষ ও বিশ্বের মধ্যে ছড়িয়ে দিতে কীর্তনিয়াদের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এইদিন কংগ্রেস ও সিপিআইএম-এর সমালোচনা করেন। তিনি বলেন কংগ্রেস ও সিপিআইএম বিদেশি নীতি নিয়ে চলে। ২০১৮ সালে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর আস্তিকের পরিবেশ সৃষ্টি হয়েছে। সকলের প্রচেষ্টায় এইটা হয়েছে।

সমাজ পরিবর্তনের দায়িত্ব কীর্তনিয়াদেরও নিতে হবে। কারন কীর্তনিয়ারা একটা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। কীর্তনে মানুষ স্বেচ্ছায় সামিল হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস, মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা। এইদিনের সম্মেলনে রাজ্যের বিভিন্ন স্থান থেকে তারকব্রহ্ম কীর্তনীয়া শিল্পী সমিতির সদস্য সদস্যারা অংশগ্রহণ করে।